স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করতে চান? স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন। বিস্তারিত জানতে পারবেন এখানে।

নতুন এবং পুরাতন ভোটার অনেকেই এখনো স্মার্ট কার্ড হাতে পাননি। আপনি ভোটার হওয়ার পর স্মার্ট এনআইডি কার্ড না পেয়ে থাকলে আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা চেক করার মাধ্যমে আপডেট জানতে পারবেন।

কিভাবে স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস চেক করতে হয় বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।

স্মার্ট কার্ড চেক করার নিয়ম

স্মার্ট কার্ড চেক করার জন্য services.nidw.gov.bd/nid-pub/card-status ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এবং জন্ম তারিখ লিখুন। ছবিটা থাকা ক্যাপচা কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে Smart Card Status জানতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
  • স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করতে services.nidw.gov.bd/nid-pub/card-status ভিজিট করুন
  • উপরের ছবির মতো একটি পেজ দেখতে পারবেন
  • জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর লিখুন
  • জন্ম তারিখ DD-MM-YYYY ফরম্যাটে লিখুন
  • ছবিতে থাকা ক্যাপচা কোডটি লিখুন
  • সাবমিট বাটনে ক্লিক করলে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন

ফর্ম নাম্বার বা ভোটার স্লিপ নাম্বার দিয়ে স্মার্ট এনআইডি কার্ড চেক করতে চাইলে শুরুতেই NIDFN লিখে নিবেন। এরপর, ফরম নাম্বারটি লিখবেন। যেমন – NIDFN1234567890 ।

এই পদ্ধতি অনুসরণ করে আপনার Smart NID Card তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। তৈরি হলে স্ট্যাটাস Ready দেখাবে। এছাড়া, বিতরণ কেন্দ্রের তথ্য দেখতে পারবেন এখানেই। তবে, যদি বিতরণ করা হয় এবং আপনি পেয়ে থাকেন, তাহলে স্ট্যাটাস Complete দেখাবে।

আপনি যদি নতুন ভোটার নিবন্ধন করে থাকেন, তাহলে ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে আপনার আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা জেনে নিতে পারবেন।

NID Smart Card Status Check By SMS

SMS এর মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করতে ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন SC NID NID Number । যেমন – SC NID 123456789 এবং সেন্ড করুন 105 নাম্বারে। এছাড়া, ভোটার স্লিপ দিয়ে স্ট্যাটাস চেক করতে লিখুন SC F 12345678 D DD-MM-YYYY এবং 105 নাম্বারে ম্যাসেজ সেন্ড করুন।

  • NID Number দিয়ে — SC NID 1234567890 লিখে সেন্ড করুন 105 নাম্বারে।
  • Form Number দিয়ে — SC F 12345678 D 30-12-1998 লিখে সেন্ড করুন 105 নাম্বারে।

এভাবে ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করলে ফিরতি ম্যাসেজে আপনার Smart NID Card Status Check করতে পারবেন। এসএমএস করার জন্য সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে।

স্মার্ট কার্ড স্ট্যাটাস

স্মার্ট এনআইডি কার্ড চেক করার পর স্ট্যাটাস যদি Ready লেখা উঠে, তাহলে বুঝতে হবে আপনার কার্ডটি তৈরি হয়েছে। এছাড়া, বিতরণ কেন্দ্রের ঠিকানা দেয়া থাকবে। উক্ত বিতরণ কেন্দ্রে যেদিন স্মার্ট কার্ড বিতরণ করা হবে, সেদিন আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস এক করার পর যদি Complete লেখা দেখায়, তাহলে এটির মানে হচ্ছে আপনার কার্ডটি ইতোমধ্যে বিতরণ করা হয়েছে এবং আপনি সেটি সংগ্রহ করেছেন।

তবে, যদি কার্ড স্ট্যাটাস চেক করার পরে নিচে সংযুক্ত ছবির মতো দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ডটি এখনো তৈরি করা হয়নি।

স্মার্ট কার্ড চেক

স্মার্ট কার্ড সংক্রান্ত প্রশ্নের উত্তর

স্মার্ট কার্ড কিভাবে পাবো ২০২৪?

এসএমএস করে বা অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে দেখুন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। তৈরি হলে বিতরণ কেন্দ্র থেকে বা নির্বাচন কমিশন অফিস থেকে কার্ডটি সংগ্রহ করুন। তৈরি না হলে অপেক্ষা করুন।

স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে?

স্মার্ট কার্ড হচ্ছে একটি প্লাস্টিকের কার্ড। এটি অনলাইনে ডাউনলোড করার সুযোগ নেই। তবে, ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

স্মার্ট কার্ড হয়েছে কিনা কিভাবে চেক করব?

services.nidw.gov.bd/nid-pub/card-status ওয়েবসাইট ভিজিট করে অথবা 105 নাম্বারে এসএমএস করে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করতে পারবেন। এই পোস্টে বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *