ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন? এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন বুঝতে পারছেন না? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।
নতুন ভোটার নিবন্ধন করার পর একটি ভোটার স্লিপ দেয়া হয়। উক্ত ভোটার স্লিপে একটি ফরম নাম্বার থাকে। এসএমএস এর মাধ্যমে এনআইডি নম্বর না পেলে উক্ত ফরম নাম্বারটি দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়।
কিন্তু, আপনি যদি ভোটার স্লিপটি হারিয়ে ফেলেন, তাহলে কিভাবে আইডি কার্ড ডাউনলোড করতে হবে তা জানতে শেষ অব্দি পড়ুন।
ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়

ভোটার স্লিপ হারিয়ে গেলে 105 নাম্বার থেকে ভোটার আইডি কার্ডের নাম্বার পাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন। তাহলে, এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে আপনার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
এছাড়া, উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, জন্ম নিবন্ধন নম্বর সহ বেশ কিছু তথ্য এবং বায়োমেট্রিক তথ্য দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার বা ভোটার স্লিপ নাম্বার সংগ্রহ করতে পারবেন।
ভোটার হয়ে থাকলে আইডি কার্ডের নাম্বার নিতে পারবেন। ভোটার নিবন্ধন সম্পন্ন না হলে ভোটার স্লিপের নাম্বার নিতে পারবেন।
ভোটার স্লিপ হারিয়ে গেলে আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
ভোটার নিবন্ধন সম্পন্ন হলে 105 নম্বর থেকে নিবন্ধনের সময় দেয়া মোবাইল নাম্বারে এনআইডি নম্বর জানিয়ে দেয়া হয়। ভোটার স্লিপ হারিয়ে গেলে এনআইডি নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
ভোটার নিবন্ধন করার পর আইডি কার্ড অনলাইনে আসার পর এসএমএস করা হয়। তাই, এই সময়ের পূর্বে আপনার ভোটার স্লিপ হারিয়ে গেলে এসএমএস এর জন্য অপেক্ষা করতে হবে। এসএমএস পেলে আপনার জন্ম তারিখ এবং এনআইডি নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
এছাড়া, আপনার ভোটার স্লিপে থাকা ফরম নাম্বারটির ছবি তোলা থাকে বা নাম্বারটি মনে থাকে, তাহলে ভোটার স্লিপটি প্রয়োজন হবেনা। নাম্বারটি এবং জন্ম তারিখ দিয়েই এনআইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন — এনআইডি হারিয়ে গেলে করণীয়