এনআইডি একাউন্ট রেজিস্টার করত্রে চাচ্ছেন? কিভাবে এনআইডি একাউন্ট বা ভোটার একাউন্ট নিবন্ধন করার বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন এখানে।
ভোটার আইডি কার্ড চেক, ডাউনলোড বা সংশোধন আবেদন করার জন্য এনআইডি একাউন্ট প্রয়োজন হয়। আপনি যদি ভোটার নিবন্ধন করে থাকেন, তাহলে এনআইডি নম্বর বা ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একাউন্ট রেজিস্টার করতে পারেন।
কিভাবে NID Account Register করতে হয় জানতে শেষ অব্দি পড়ুন।
এনআইডি একাউন্ট রেজিস্টার
এনআইডি একাউন্ট রেজিস্টার করতে services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। এনআইডি নম্বর বা ফরম নাম্বার এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। ফরম নাম্বার লিখলে শুরুতে NIDFN লিখতে হবে। (ex: NIDFN12345678)
এই পদ্ধতি অনুসরণ করলে একটি পপআপ আসবে। বহাল বাটনে ক্লিক করতে হবে। অতঃপর, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে। মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করে ভেরিফাই করতে হবে এবং অন্য মোবাইলে NID Wallet অ্যাপ ইনস্টল করে QR Code স্ক্যান করতে হবে।
অতঃপর, ফেস ভেরিফিকেশন সম্পন্ন করলে আপনার এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এখন আপনি চাইলে এনআইডি একাউন্ট থেকে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড, ভোটার তথ্য সংশোধনের আবেদন সহ যাবতীয় কাজ করতে পারবেন।
NID Account Register 2025
NID একাউন্ট রেজিস্টার করতে services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। অতঃপর, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন —
ধাপ ১ — ফরম পূরণ
NID Account Registration করতে নিম্নোক্ত ছবির মতো ফরমটি এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে পূরণ করুন। এনআইডি নম্বর জানা না থাকলে NIDFN লিখুন এবং স্পেস না দিয়ে ফরম নাম্বার লিখুন। অতঃপর, ক্যাপচা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
ধাপ ২ — ঠিকানা নির্বাচন
সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। তিনবার ভুল ঠিকানা সিলেক্ট করলে একাউন্ট লক হয়ে যাবে।
ধাপ ৩ — মোবাইল নাম্বার যাচাই
ভোটার নিবন্ধন করার সময় দেয়া মোবাইল নাম্বারটি দেখাবে এখানে। বার্তা পাঠান বাটনে ক্লিক করলে একটি ওটিপি আসবে। ওটিপিটি এন্টার করে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে।
ধাপ ৪ — ফেস ভেরিফিকেশন করুন
একটি QR Code আসবে। অন্য একটি ফোনে গুগল প্লে স্টোর থেকে NID Wallet অ্যাপ ইনস্টল করে QR Code টি স্ক্যান করতে হবে। অতঃপর, অ্যাপে দেখানো পদ্ধতি অনুযায়ী ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।
ধাপ ৫ — ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করুন
এখন দুইটি অপশন পাবেন। সেট পাসওয়ার্ড এবং এড়িয়ে যান। এড়িয়ে গেলে প্রোফাইলে লগইন হয়ে যাবে। সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে ইউজারনেম ও পাসওয়ার্ড লিখে আপডেট করতে হবে। তাহলে একাউন্ট সুরক্ষিত থাকবে এবং একই ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে সহজেই লগইন করতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে NID Account Registration করলে ভোটার আইডি কার্ড ডাউনলোড বা ভোটার আইডি কার্ড সংশোধন সহ সকল কাজ করতে পারবেন।
আরও পড়ুন —