এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন? কিভাবে হারানো আইডি কার্ড ডাউনলোড করতে হয় জানেন না? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।
এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড হারিয়ে গেলে শুরুতেই জিডি করতে হয়। অতঃপর, জিডির কপি নিয়ে NID Wing এর ওয়েবসাইটে ভোটার আইডি কার্ড রি-ইস্যুর জন্য আবেদন করতে হয়। তাহলে নতুন করে জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন।
এনআইডি হারিয়ে গেলে করণীয়
এনআইডি কার্ড হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করতে হবে। জিডি করার পর জিডির একটি কপিতে দায়িত্বরত পুলিশ অফিসারের স্বাক্ষর ও নাম লিখে নিতে হবে। অতঃপর, অনলাইনে আইডি কার্ড হারানোর আবেদন করার মাধ্যমে নতুন করে আইডি কার্ডের একটি কপি সংগ্রহ করতে পারবেন।
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করতে হবে। জিডি করার নিয়ম নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার নিয়ম
ভোটার আইডি কার্ড যে স্থানে হারিয়ে গেছে, সেই স্থানের নিকটস্থ থানায় যেতে হবে। দায়িত্বরত পুলিশ অফিসারকে বলতে হবে আপনার আইডি কার্ড হারিয়ে গেছে তাই জিডি করতে চান। জিডি করে পুলিশ অফিসারের নাম এবং স্বাক্ষর সহ একটি কপি সংগ্রহ করতে হবে।
অতঃপর, জিডির কপিটি স্ক্যান করে নিতে হবে। স্ক্যান কপি অনলাইনে আপলোড করার মাধ্যমে এনআইডি কার্ড রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে। ফি প্রদান করার মাধ্যমে আপনার আইডি কার্ডের কপি সংগ্রহ করতে পারবেন।
হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড
হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে জিডি করতে হবে। জিডির কপি সংগ্রহ করে স্ক্যান করে নিতে হবে অথবা ছবি তুলতে হবে। অতঃপর, নিম্নোক্ত ধাপ অনুসরণ করে আইডি কার্ড রিইস্যুর জন্য আবেদন করতে পারবেন।
ধাপ ১ — এনআইডি একাউন্ট রেজিস্টার
হারিয়ে যাওয়া আইডি কার্ড সংগ্রহ করতে চাইলে জিডির কপি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি এনআইডি একাউন্ট থাকতে হবে। services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করে এনআইডি একাউন্ট রেজিস্টার করুন বা আগের একাউন্ট থাকলে লগইন করুন।
এনআইডি একাউন্ট রেজিস্টার করার পদ্ধতি পোস্টটি পড়লে একাউন্ট রেজিস্টার করার বিস্তারিত নিয়ম জানতে পারবেন। অতঃপর, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ২ — রি-ইস্যু ফি প্রদান করুন
রি-ইস্যুর জন্য আবেদন করার পূর্বে ফি প্রদান করতে হবে। বিকাশ অ্যাপ ওপেন করে পে বিল অপশনে যান। NID Service সিলেক্ট করুন এবং আবেদনের ধরণ নির্বাচন করুন। অতঃপর, আপনার এনআইডি নম্বর দিয়ে ফি প্রদান করুন।
ধাপ ৩ — রি-ইস্যু আবেদন করুন
এনআইডি একাউন্টে প্রবেশ করার পর রি-ইস্যু অপশনে ক্লিক করতে হবে। তাহলে, নিচে সংযুক্ত ইমেজের মতো একটি পেজ আসবে। উক্ত ফরমটি জিডির তথ্য দিয়ে পূরণ করতে হবে। অতঃপর, পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ ৪ — আবেদনের ধরণ নির্বাচন
এই ধাপে আবেদনের ধরণ থেকে রিইস্যু সিলেক্ট করুন। বিতরণের ধরণ থেকে আপনি কোন ধরনের আইডি কার্ড হারিয়েছেন তা সিলেক্ট করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
আবেদন সম্পন্ন হলে কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনার আবেদনটি অনুমোদিত হলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অতঃপর, এনআইডি একাউন্টে লগইন করে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।
স্মার্ট কার্ডের ক্ষেত্রে বিতরণ কেন্দ্র থেকে আপনার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তবে, আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন, তাহলে এনআইডি একাউন্ট রেজিস্টার করার পর প্রোফাইল থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।
স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয়
স্মার্ট কার্ড হারিয়ে গেলে থানায় গিয়ে জিডি করুন। জিডির কপিতে পুলিশ অফিসারের নাম, পদবি, স্বাক্ষর এবং তারিখ লিখে নিন। জিডির কপিটি স্ক্যান করে নিন বা ছবি তুলুন। অনলাইনে স্মার্ট কার্ড হারানোর জন্য রিইস্যু আবেদন করুন। রিইস্যু ফি প্রদনা করার মাধ্যমে আবারও স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।