এনআইডি সার্ভার কপি ডাউনলোড করতে চাচ্ছেন? অনলাইন থেকে কিংবা নির্বাচন কমিশন অফিস থেকে কিভাবে NID Server Copy Download করতে হয় জানতে পারবেন এখানে।
ভোটার আইডি কার্ডের সার্ভার কপি সংগ্রহ করার জন্য ব্যক্তির এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। যেকোনো ব্যক্তির তথ্য যাচাই করার জন্য সার্ভার কপি প্রয়োজন হয়। এছাড়া, আপনার নিজের কাজের জন্যও সার্ভার কপি সংগ্রহ করতে পারবেন।
উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে কিংবা অনলাইন থেকে সার্ভার কপি সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।
এনআইডি সার্ভার কপি ডাউনলোড
অনলাইনে ১১৫ টাকা ফি প্রদান করে এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন। এছাড়া, উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়েও সার্ভার কপি সংগ্রহ করতে পারবেন।
- এনআইডি সার্ভার কপি পেতে ওয়েবসাইট ভিজিট করুন
- এনআইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ লিখুন
- সার্ভার কপি ডাউনলোড করুন
NID সার্ভার কপি উপরে সংযুক্ত ছবির মতো দেখতে। এখানে একজন ভোটারের নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা সহ অন্যান্য তথ্য উল্লেখ থাকে। বিভিন্ন কাজে এই সার্ভার কপি প্রয়োজন হয়।
আপনি চাইলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি পোস্টটি অনুসরণ করে আপনার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।
এনআইডি সার্ভার কপি কি কাজে লাগে
এনআইডি কার্ডের সার্ভার কপি অনেক কাজে প্রয়োজন হয়ে থাকে। এনআইডি কার্ডের ফটোকপি না দিয়ে সার্ভার কপি দিয়েও কাজ চালিয়ে নেয়া যায়। সার্ভার কপি যেসব কাজে লাগে —
- জমি ক্রয়/বিক্রয় করতে
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়
- ব্যাংক থেকে ঋণ নেয়ার সময়
- পাসপোর্ট আবেদন বা রিনিউ করার সময়
- সরকারি অনুদান বা ভাতার আবেদন করতে
- চাকরির জন্য আবেদন করতে
- ভিসার জন্য আবেদন করতে
- বাইক বা প্রাইভেট কার রেজিস্ট্রেশন করতে
- ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে
- আরও অনেক কাজে প্রয়োজন হয়
উপরে উল্লিখিত তালিকায় থাকা কাজগুলো ছাড়াও আরও অনেক কাজে এনআইডি কার্ডের সার্ভার কপি প্রয়োজন হয়ে থাকে। সার্ভার কপি অনলাইন থেকে বা সরাসরি সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও পড়ুন —