এনআইডি একাউন্ট লক হয়ে গেছে? কিভাবে একাউন্ট আনলক করতে হবে জানেন না? এই পোস্টে থাকছে বিস্তারিত সমাধান।

এনআইডি একাউন্ট রেজিস্টার করার সময় তিনবার ভুল ঠিকানা সিলেক্ট করলে একাউন্ট লক হয়ে যায়। এছাড়া, ভুল পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করতে গেলেও একাউন্ট লক হয়ে থাকে।

আপনার এনআইডি একাউন্ট লক হয়ে থাকলে কীভাবে একাউন্ট আনলক করতে হবে বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।

এনআইডি একাউন্ট লক হলে করণীয়

এনআইডি একাউন্ট লক হলে ৭ দিন অপেক্ষা করলে একাউন্ট অটোমেটিক আনলক হয়ে থাকে। এছাড়া, এনআইডি হেল্পলাইন 105 নাম্বারে কল করে বা উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করেও একাউন্ট আনলক করে নেয়া যায়।

ভোটার আইডি কার্ড চেক বা ডাউনলোড করার সময় একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। এ সময় ভোটার নিবন্ধনে দেয়া বর্তমান এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হয়। ঠিকানা সিলেক্ট করার সময় তিনবার ভুল ঠিকানা সিলেক্ট করা হলে একাউন্ট লক হয়ে যায়।

একাউন্ট লক হলে আইডি কার্ড চেক বা ডাউনলোড সহ সংশোধন এবং অন্যান্য কাজ করা সম্ভব হয়না। এক্ষেত্রে, উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনার এনআইডি একাউন্টটি আনলক করে নিতে পারবেন।

NID একাউন্ট লক হলে কি করব

এনআইডি একাউন্ট লক হয়ে গেলে নিম্নোক্ত তিনটি পদ্ধতি থেকে যেকোনো একটি অনুসরণ করুন —

  • NID একাউন্ট লক হলে আবারও চেষ্টা না করে ৭ দিন অপেক্ষা করুন। ৭ দিন পর চেষ্টা করলে দেখতে পারবেন আপনার একাউন্টটি আনলক হয়ে গেছে।
  • 105 নাম্বারে কল দিয়ে এনআইডি নাম্বার বা ফরম নাম্বার এবং বিস্তারিত তথ্য জানাতে হবে। আপনার একাউন্ট লক হয়ে গেছে জানালে তারা যাচাই-বাছাই করে একাউন্টটি আনলক করে দিবে।
  • উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে এনআইডি নাম্বার বা ফরম নাম্বার এবং জন্ম তারিখ সহ বেশ কিছু তথ্য দিয়ে আপনার NID একাউন্ট আনলক করে নিতে পারবেন।

একটি পদ্ধতি কাজ না করলে অপর পদ্ধতিগুলো ব্যবহার করুন। তবে, আপনি যদি সরাসরি নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করেন, তাহলে দ্রুতই আপনার একাউন্টটি আনলক করে দেয়া হবে।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *