১০ সংখ্যার এনআইডি থেকে ১৩ সংখ্যার এনআইডি বা ১৭ সংখ্যার এনআইডি নাম্বার বের করতে চাচ্ছেন? বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন এখানে।

আপনার এনআইডি কার্ড যদি ১০ ডিজিটের হয়ে থাকে এবং বিভিন্ন কারণে ১৩ বা ১৭ সংখ্যার এনআইডি নাম্বার প্রয়োজন হয়, তাহলে এনআইডি কার্ডের পিছনের Bar Code টি স্ক্যান করতে হবে।

১০ সংখ্যার এনআইডি থেকে ১৭ সংখ্যার এনআইডি

১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার NID Number বের করতে আইডি কার্ড বা স্মার্ট কার্ডের পিছনের Bar Code টি যেকোনো স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করুন। তাহলে, <pin> </pin> লেখার মাঝে ১৭ ডিজিটের এনআইডি নাম্বার পেয়ে যাবেন।

১৭ সংখ্যার এনআইডি নাম্বার বের করার নিয়ম
  • গুগল প্লে স্টোর ওপেন করে Bar Code Scanner লিখে সার্চ করুন
  • যেকোনো একটি স্ক্যানার অ্যাপ ইনস্টল করুন এবং ওপেন করুন
  • পারমিশন চাইলে এলাও করুন, তাহলে ক্যামেরা ওপেন হবে
  • এনআইডি কার্ডের পিছনের অংশে থাকা Bar Code টি স্ক্যান করুন
  • <pin> </pin> লেখার মাঝে ১৭ ডিজিটের এনআইডি নাম্বার পেয়ে যাবেন

এই পদ্ধতি অনুসরণ করলে আপনার ১০ ডিজিটের স্মার্ট কার্ড বা আইডি কার্ড থেকে ১৭ ডিজিটের নাম্বার বের করতে পারবেন।

১০ সংখ্যার এনআইডি থেকে ১৩ সংখ্যার এনআইডি

Bar Code Scanner অ্যাপ ইনস্টল করে আইডি কার্ডের পিছনে থাকা কোডটি স্ক্যান করুন। <pin> </pin> লেখার মাঝে থাকা ১৭ ডিজিটের নাম্বারটি কপি করে নিন। ১৭ ডিজিটের নাম্বারের প্রথমের চারটি সংখ্যা বাদ দিলে ১৩ সংখ্যার এনআইডি নাম্বার পেয়ে যাবেন।

১৭ ডিজিটের এনআইডি নাম্বারের শুরুর চারটি ডিজিট হচ্ছে ব্যক্তির জন্ম সাল। এছাড়া, আপনি চাইলে ১৩ ডিজিটের এনআইডি নাম্বারের শুরুতে জন্ম সাল যুক্ত করে ১৭ ডিজিট করে নিতে পারবেন।

এছাড়াও পড়ুন —

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *