NID সংশোধন আবেদন বাতিল করতে চাচ্ছেন? কিভাবে সংশোধনের আবেদন বাতিল করতে হয় জানতে পারবেন এই পোস্টে।
ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করার পর আপনি যদি উক্ত আবেদনটি বাতিল করতে চান, তাহলে একটি আবেদন করতে হবে। উপজেলা নির্বাচন কমিশন অফিসে আবেদন করার মাধ্যমে সংশোধনের আবেদন বাতিল করা যাবে।
কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করার জন্য আবেদন করতে হয় এবং আবেদনের pdf ফাইল শেয়ার করা হয়েছে এই পোস্টে।
NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম
NID সংশোধন আবেদন বাতিল করার জন্য উপজেলা নির্বাচন কমিশন অফিসে দায়িত্বরত অফিসার বরাবর একটি আবেদনপত্র লিখতে হবে। আবেদনপত্রে সংশোধন আবেদন বাতিলের বিষয়টি উল্লেখ করতে হবে। তাহলে, তারা আপনার আবেদনটি বাতিল করে দিবেন।
এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করার পর আবেদনটি ক্যাটাগরি ভিত্তিতে ভাগ করা হয়। এরপর, দায়িত্বরত কর্মকর্তাদের নিকট আবেদনটি প্রেরণ করা হয়। প্রেরণ করার পূর্বে যদি সংশোধনটি বাতিল করার আবেদন করেন, তাহলে ক্যাটাগড়ি ভিত্তিতে ভাগ হওয়ার পর আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে।
তবে, তথ্য সংশোধন হয়ে গেলে আবেদন অনুমোদন করা হবেনা। তখন আপনাকে নতুন করে আইডি কার্ডের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে।
NID সংশোধন আবেদন বাতিল করার দরখাস্ত
এনআইডি কার্ড সংশোধন আবেদন বাতিল করার জন্য উপজেলা নির্বাচন কমিশন অফিসার বরাবর আবেদনপত্র লিখতে হবে। কীভাবে একটি আবেদনপত্র লিখতে হবে তার একটি নমুনা নিচে সংযুক্ত করা হয়েছে —
তারিখ: ১১/০১/২০২৫
বরাবর,
উপজেলা নির্বাচন অফিসার
বগুড়া সদর, বগুড়া– ৫২০০
বিষয়: NID সংশোধন আবেদন বাতিল করার আবেদন
মহোদয়,
বিনীত নিবেদন এই যে,আমি ইসমাম আহবাব রুশো, পিতা: বাবুল রহমান, গ্রাম/মহল্লা: ধরমপুর, ডাকঘর: বারোপুর-৫২০০, জেলা: বগুড়া সদর। বিগত ০৬/০১/২০২৫ তারিখে আমার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছিলাম। আমার এনআইডি কার্ডের নম্বর 123458765, জন্ম তারিখ: ২৩/০৯/২০০১ ইং।
সংশোধনের আবেদনটি এখনো অনুমোদিত হয়নি। সমস্যার সমাধান হওয়ার কারণে আমার এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনটি বাতিল করে আমাকে বাধিত করবেন।
বিনীত নিবেদক –
নাম: ইসমাম আহবাব রুশো
NID: 123458765
মোবাইল: 01525648732
উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে এনআইডি কার্ড সংশোধনের আবেদন বাতিল করতে পারবেন। এছাড়া, উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করলে NID সংশোধন আবেদন বাতিল ফরম PDF সংগ্রহ করতে পারবেন যা দিয়ে আবেদন করতে পারবেন।
বিভিন্ন প্রশ্নোত্তর
ভোটার আইডি কার্ড কতবার সংশোধন করা যায়?
ভোটার আইডি কার্ডের তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যায়। তাই, সংশোধন করার সময় যথাযথ তথ্য এবং ডকুমেন্ট সাবমিট করতে হবে। নয়তো, সংশোধন আবেদন অনুমোদন হবেনা।
এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে কত টাকা লাগে?
এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে কোনো টাকা লাগেনা। হাতে বা কম্পিউটার কম্পোজ করে একটি আবেদনপত্র লিখে জমা দেয়ার মাধ্যমে আবেদন বাতিল করতে পারবেন।
সংশোধন আবেদন বাতিলের জন্য কতদিনের মাঝে আবেদন করতে হবে?
৭ দিন থেকে ৪৫ দিনের মাঝে সংশোধন হয়ে যায়। এই সময়ের পূর্বে আবেদন করলে বাতিল করতে পারবেন। ভোটার আইডি কার্ড সংশোধন করতে কতদিন সময় লাগে পোস্টে আরও বিস্তারিত জানতে পারবেন।
এছাড়াও পড়ুন —