movie7bd-এ Borbaad HD মুভিটি ডাউনলোড করার জন্য লিঙ্ক বের হয়েছে। শাকিব খানের Borbaad মুক্তি পেতে চলেছে। তবে, এখানে একটি বড় ঘটনা ঘটেছে। Borbaad মুভিটি মুক্তির আগেই অ্যাকশন-সমৃদ্ধ ছবিটি অনলাইনে ফাঁস হয়ে গেছে। যা চলচ্চিত্র শিল্প এবং পরিচালকের জন্য একটি বড় ক্ষতি। Borbaad Movie Download 2025 এই কিওয়ার্ড দিয়ে movie7bd তাদের পাইরোসি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Borbaad মুভিটি অনলাইনে ফাঁস: বাংলাদেশের বর্তমান কিং খান শাকিব খানের কামব্যাক সিনেমা “Borbaad”, আগামীকাল মুক্তি পেতে চলেছে। তবে, সিনেমাটি হঠাৎ করে পাইরেসির শিকার হয়ে গেছে। যা খুবই ক্ষতিকর। ডিজিটাল পাইরেটরা আগামীকাল প্রেক্ষাগৃহে আসার আগেই অনলাইনে সিনেমাটি মুক্তি দিয়েছে। যার জন্য অনেকেই চিন্তিত।

আমরা movie7bd ওয়েবসাইটে সিনেমাটি পেয়েছি। একটি ওয়েবসাইট বলছে এটি একটি “ক্যাম্রিপ”, আবার অনেকে বলছে এটি একটি “প্রি-ডিভিডি” রিপ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিটি অগ্রিম বুকিং বিক্রির রেকর্ড ভেঙে দিচ্ছে। এত কিছুর পরেও, এটা বোঝা যাচ্ছে যে ছবিটি একটি বিরাট সাফল্য অর্জন করতে পারবে। 

আমাদের পরামর্শ এই যে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন। কোন রকম পাইরোসি লিংক দেখবেন না। এতে অনেক ধরনের ভাইরাস থাকে যাতে আপনার ডিভাইস হ্যাক হতে পারে। আমরা কখনই এই পাইরোসি সমার্থন করি না। এটা সম্পূর্ন একটি নিন্দনীয় কাজ।

Disclaimer: No movie download links are provided here. Only movie release news is published. We do not promote or support piracy. Piracy is a criminal offence under the Copyright Act, 1957. nidservices.org requests you to refrain from participating in or encouraging piracy in any form.

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *